লালমনিরহাট প্রতিনিধি: উজানের ঢল ও শনিবার রাতের বৃষ্টিতে তিস্তা নদীর পানি হঠাৎ বৃষ্টি পেয়েছে। শনিবার রাত থেকে পানি বেড়ে রোববার সকাল ৯ টায় দেশের সর্ব বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে ৫ সেন্টিমিটার বৃদ্ধি পায়।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, শনিবার রাতে তিস্তা অববাহিকায় ঝড়ো হাওয়া সহ থেমে থেমে বৃষ্টি হয়। সেইসাথে উজান থেকে আসা ঢলে তিস্তার পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে।
তবে এখনো তিস্তার পানি ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ১৪০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে শুষ্ক মৌসুমে তিস্তার পানি আকস্মিক বৃদ্ধির ফলে কৃষকদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে। ফসলি জমিতে চড়া মূল্যে সেচ দিয়ে আসছিল চাষীরা। পানি বৃদ্ধির ফলে সেই সেচের খরচ অনেকটাই কমে আসবে।
তিস্তা ব্যারাজের উজানের কৃষক আব্দুল গফুর ও লিয়াকত আলী জানান, শনিবার রাতে ঝড় বৃষ্টির কারণে উজানের ঢল বৃদ্ধি পেয়েছে। এতে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে।
শনিবার দুপুরেও যেখানে তিস্তা ব্যারেজ ও তার আশপাশের এলাকায় ধূধূ বালুচরে পরিণত ছিল, সেই তিস্তায় রবিবার সকালে পানিতে ভরপুর। এতে চরাঞ্চলের কৃষকরা বেজায় খুশি।
পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া তিস্তা ব্যারেজ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী পানি বৃদ্ধির বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন, উজানের ঢলে তিস্তার পানি সামান্য বৃদ্ধি পেয়েছে। তবে এখনো পানি ব্যারেজ পয়েন্টে বিপদসীমার অনেক নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.