শুরু হল বাঙ্গলী জাতীর গৌরবের মাস ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: আজ ১ লা ডিসেম্বর, শুরু হল মহান বিজয়ের মাস। ১৯৭১ সালের এই মাসেই বাঙালী অর্জন করে কাঙ্ক্ষিত স্বাধীনতা। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে দুর্বিনীত প্রাণশক্তির বাঙালি কিভাবে অর্জন করলো মুক্ত স্বদেশ?

পলিমাটির সৌরভে একটু একটু করে জেগে ওঠা বদ্বীপ। প্রাগৈতিহাসিক কাল থেকে এই মাটির পোষণে, প্রকৃতির লালনে পুষ্ট হয়েছে বাঙালি। ভালোও বেসেছে কাঁদামাটিকে। তবু এই জাতিকে স্বপ্নের অবিরাম ভাঙ্গাগড়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। শক্রর দল বারে বারে আঘাত হেনেছে বাঙালির সমৃদ্ধ দুয়ারে।

স্বাধীনতার প্রথম সূর্য অস্তমিত হয় ১৭৫৭সালে। শুরু হয় দুশো বছরের ব্রিটিশ শাসন। সেটাই শুরু কিংবা শেষ নয়। ভিন্ন ভিন্ন জাতি ও বণিক শ্রেণি শাসন ও শোষণ করেছে বঙ্গভূমিকে।

১৯৪৭ এ জন্ম হয় পাকিস্তান নামক রাষ্ট্রের। শুরুতে বিভেদ বৈষম্য; বাঙালি বনাম অবাঙ্গালি। প্রথমেই আসে ভাষার প্রশ্ন। দ্বিধাহীন বাঙালি। রক্ত ঝরিয়েছে, আর তাতেই বাহান্নতে আসে প্রথম জয়। বিদ্রোহী বাংলা ফিরে আর তাকায়নি পেছনে।

এ ভাবে ধাপে ধাপে দুর্দমনীয় বাঙালির জীবনে আসে ১৯৭১।

অবশেষে কাল নিরবধি উজান স্রোত ঠেলে স্বাধীন দেশ পেল বাঙালি।#

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আমানুল্লাহ আমান।

Comments are closed, but trackbacks and pingbacks are open.