শুরু হতে চলেছে শিয়ালদহ থেকে মেট্রোরেল চলাচল

কলকাতা (ভারত) প্রতিনিধি: ইস্ট-ওয়েসট মেট্রোরেলের সম্প্রসারণের কাজ শিয়ালদহ পর্যন্ত জোর কদমে চলছে।
সব ঠিকঠাক থাকলে আগামি ১লা বৈশাখের বা তারপর কোনদিন থেকে চালু হয়ে যাবে এই লাইনে মেট্রো চলাচল।
এখন ইস্ট-ওয়েসট মেট্রো ফুলবাগান পর্যন্ত চললেও পর্যাপ্ত সংখ্যক যাত্রী পাওয়া যাচ্ছে না।কার্যত লাভের মুখ থেকে বঞ্চিত হচ্ছে রেল।
তাই গত বুধবার মেট্রোরেলের উচ্চপদস্থ আধিকারিকেরা শিয়ালদহ পর্যন্ত লাইন পরিদর্শনে যান ও কিছু জায়গার পরিমার্জন করে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে  বলেন ,যাতে আগামি বাংলা নতুন বছর থেকে শিয়ালদহ লাইনের ইস্ট-ওয়েসট মেট্রোরেল চলাচল করা যায়।
বর্তমানে এই লাইনের অগ্রগতির কাজে রেলের কর্তারা সন্তোষজনক মন্তব্য করে দিল্লিতে নোট পাঠিয়েছে।আশা করা যায় আগামি সপ্তাহের মধ্যেই রেলওয়ে সেফটি কমিশনারের রিপোর্ট এসে যাবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.