শুরু হতে চলেছে আন্তর্জাতিক বিমান পরিষেবা

কলকাতা (ভারত) প্রতিনিধি: খুব শীঘ্রই শুরু হতে চলেছে আন্তর্জাতিক বিমান পরিষেবা, এজন্য চলতি মাসের ১৫ তারিখ থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হয়ে গেছে বলে জানান ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব শ্রী রাজিব বনসল।
কোভিডের জন্য গত বছরের মার্চ মাস থেকে বন্ধ ছিল বিমান চলাচল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে ধীরে ধীরে চালু হয় পরিষেবা আংশিক ভাবে। গত অক্টোবর থেকে চালু হয়েছে অন্তর্দেশীয় পরিষেবা।
গত সপ্তাহেই এক বৈঠকে আন্তর্জাতিক বিমান চলাচল নিয়ে বক্তব্য জানিয়ে ছিলেন বিমান চলাচল মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি বলেছেন, ‘আমরা যাত্রীদের কথা মাথায় রেখে একসঙ্গে কাজ করব নিরাপদ পরিবেশে’।
উল্লেখ্য, ইউরোপের দেশগুলিতে আবার মাথা চাড়া দিয়েছে করোনা। তাই ভারতে সেই পরিস্থিতি রুখতে সবরকমের সতর্কতামূলক ব্যবস্থা নিতে চায় কেন্দ্র।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.