শুরুর ধাক্কা সামলে ইতালির স্বস্তির জয়

বিটিসি স্পোর্টস ডেস্ক: অন্য তিন প্রতিপক্ষ স্পেন, ক্রোয়েশিয়া ও আলবেনিয়াকে নিয়ে গ্রুপ অব ডেথ নামে স্বীকৃতি পাওয়া ‘বি’ গ্রুপে পড়া ইতালির আলবেনিয়ার বিপক্ষেই হয়তো একটু সহজ জয়ের প্রত্যাশা ছিল।তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চমকে দিয়ে মাত্র ২৩ সেকেন্ডেই গোলের দেখা পেয়ে যায় আলবেনিয়া,যেটি ইউরোর ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড।
তবে সে ধাক্কা সামলে দ্রুতই সমতায় ফেরে ইতালি।প্রথমার্ধেই নেয় লিড।শেষ পর্যন্ত সেই লিড ধরে রেখে স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে দুইবারের ইউরো জয়ীরা।
ডর্টমুন্ডের ওয়েস্টফালেন স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে আলবেনিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইতালি।দলের দুই গোলদাতা বাস্তোনির ও নিকোলা বারেল্লার। আলবেনিয়ার রেকর্ড গড়া গোলটি এসেছে মিডফিল্ডার নেদিম বাজরামির পা থেকে।
রেকর্ড গোলটি বাজরামি করেছেন অবশ্য ইতালির ভুলের সুযোগ নিয়েই। নিজেদের সীমানায় থ্রো ইন পেয়েছিল ইতালি, ডিফেন্ডার ফেদেরিকো ডিমারকো সতীর্থ কাউকে বল দিতে গিয়ে তালগোল পাকিয়ে  বল দিয়ে বসেন বাজরামিকে। তাঁর কোনাকুনি শটে পরাস্ত হল ইতালির গোলরক্ষক দেন্নারুম্মা।
বল পজিশনে আধিপত্য ধরে রেখে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি স্পালেত্তির শিষ্যরা। ডান দিক থেকে কর্নারে লরেঞ্জো পেল্লেগ্রিনির চমৎকার ক্রসে বাস্তোনির হেড জড়ালে ১১ মিনিটে সমতা ফেরায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ইতালির টানা আক্রমণে আলবেনিয়ার রক্ষণ চাপে পড়ে খেতে থাকে। ১৬ মিনিটে ইতালির তেমনই একটি আক্রমণ ঠেকাতে গিয়ে বক্সের মধ্যে তালগোল পাকিয়ে ফেলে তারা। বক্স থেকে বল বিপদমুক্ত করতে চেয়েও পারেনি। দিমার্কোর পায়ে বল লেগে যখন বাইরে গেলো, তখন নিকোলা বারেল্লার পায়ে বল। প্রথম শটেই লক্ষ্যভেদ করেন তিনি।গোলপোস্ট বাধা হলে ৩৩ তম মিনিটে ব্যবধান আরও বাড়াতে পারত ইতালি।
এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার ইতালির আধিপত্য ছিল দ্বিতীয়ার্ধে জুড়েও।আলবেনিয়ার গোলরক্ষক থমাস স্ত্রাকোসার বীরত্বে ম্যাচজুড়ে দারুণ সব সুযোগ তৈরী করেও জয়ের ব্যবধান আর বড় করতে পারেনি আজুরিরা।অন্যদিকে চেষ্টা করেও আমাদের যোগ্যতা দেখার পায়নি আলবেনিয়া।
ইতালি ইউরোতে স্পেনের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে আগামী ২০ জুন। এর আগের দিন আলবেনিয়া খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.