শুরুর আগেই শেষ পানামা অধিনায়কের কোপা আমেরিকা

 

বিটিসি স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার প্রস্তুতি পর্বের শেষ ম্যাচে এসে বড় ধাক্কা খেয়েছে পানামা। প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নেমে চোট পেয়েছেন দলটির অধিনায়ক আনিবাল গোদোই। যার ফলে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা থেকে ছিটকে গেছেন তিনি।
প্যারাগুয়ের বিপক্ষে বাংলাদেশ সময় সোমবার ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচে শুরুর একাদশে ছিলেন গোদোই। ঊরুতে চোট পাওয়ায় ম্যাচের ৭৩তম মিনিটে তাকে তুলে নেন কোচ।
পরদিন ৩৪ বছর বয়সী এই ফুটবলারের কোপা আমেরিকা থেকে ছিটকে পড়ার কথা নিশ্চিত করে পানামার ফুটবল ফেডারেশন।
পানামার হয়ে ২০১০ সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ১৩৯টি ম্যাচ খেলেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার গোদোই।
পানামার কোপা আমেরিকা অভিযান শুরু হবে বাংলাদেশ সময় আগামী সোমবার। নিজেদের প্রথম ম্যাচে টুর্নামেন্টের ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের মুখোমুখি হবে তারা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.