শুধু জামিন নয়, বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

রংপুর প্রতিনিধি: গতকাল দুপুর ১২টায় রংপুর প্রেসক্লাবের সামনে বিজ্ঞান আন্দোলন মঞ্চ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রংপুর নগর শাখার আয়োজনে বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উত্তম কুমারের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন শুভ্র গোপাল দ্বীপ শর্মা। আরো বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আলমগীর হোসেন সুজন, বেরোবি ছাত্রফ্রন্টের সভাপতি রিনা মুরমু প্রমূখ।
বক্তারা বলেন, একজন বিজ্ঞান শিক্ষক ক্লাসে বিজ্ঞান পড়াবেন এটাই স্বাভাবিক।
জীবন ও জগতের নিয়ম জানা ও শেখানোর মধ্য দিয়ে যুক্তিবাদী মন গড়ে ওঠে এবং মানুষের মধ্যে সাম্প্রদায়িক কুপন্ডকতা দূরীকরণ হয়।
কিন্তু দুঃখজনক হলেও সত্য বর্তমান মহাজোট সরকার মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে শক্তি দাবী করলেও পাঠ্যপুস্তকে একের পর এক অসাম্প্রদায়িক  লেখকদের লেখা পাঠ্যপুস্তক থেকে উঠিয়ে দিয়েছে, তারই ফলাফল আজ আমরা দেখতে পাচ্ছি।
শুধুমাত্র বিজ্ঞানের নানা বিষয় খোলা মনে পড়ানোর জন্য একজন বিজ্ঞান শিক্ষককে গ্রেপ্তার করা হলো।
এটা বাংলাদেশের বিজ্ঞান শিক্ষা ও বিজ্ঞান মনস্ক মানুষ গড়ে তোলার পথে অশনিসংকেত।
বক্তারা, হৃদয় মন্ডলের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের শাস্তির দাবী জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.