শীতে কাঁপছে লালমনিরহাটের ছিন্নমূল মানুষ

লালমনিরহাট প্রতিনিধি: হিমালয় পর্বতে ঘেঁষা উত্তরাঞ্চলের লালমনিরহাট জেলা। এখানে তৃতীয় দফায় চলছে শৈত্যপ্রবাহ। চারিদিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন। সকাল থেকেই স‍‍ূর্যের দেখা মেলেনি।
তীব্র ঠান্ডায় নাকাল লালমনিরহাটের ছিন্নমূল মানুষ।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, সাধারণ মানুষ খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছে। খেটে খাওয়া দিনমজুর মানুষ কাজে বেরোতে পাচ্ছেন না তৃতীয় দফায় এই নাকাল ঠান্ডায়।
হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের বাসিন্দা দিনমজুর রফিকুল ইসলাম বলেন, ঠান্ডার কারণে কাজে যেতে পারছি না। আর কাজ না করলে দুমুঠো ভাত খেতে পারবো না।
কৃষক হাবিবুল্লাহর সাথে কথা বললে তিনি বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, শীতের কারণে বোরো ধানের বীজতলার ব্যাপক ক্ষতি হচ্ছে। আর বোরো ধানের বীজ নষ্ট হলে আমরা কৃষকেরা অনেক ক্ষতিগ্রস্থ হবো।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.