শীঘ্রই কুমিল্লায় মাস্টার্স প্রোগ্রাম চালু হবে : ভিসি বাউবি


কুমিল্লা ব্যুরো: আজ শনিবার বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রের উদ্যেগে বিএ/বিএসএস প্রোগ্রামের সমন্বয়কারী ও টিউটরদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাউবি কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ফরিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য ভিসি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কৃতি সন্তান প্রফেসর ড.এম এ মাননান।

প্রধান অতিথি তাহার বক্তব্যে বলেন- প্রতিটি শিক্ষার্থীকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাছিনার সার্বিক দিক নির্দেশনায় উম্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ সরকারের সফলতায় আজ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় সারা দেশে প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থীকে পাঠদান করার সুযোগ করে দিয়েছে।

কুমিল্লা পূর্ব থেকে বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় হিসেবে কাজ করে আসছে। দীর্ঘদিন ধরে বাউবি কুমিল্লা আঞ্চলিক কার্যালয় বিএ/বিএসএস প্রোগ্রাম সফলতার সহিত সম্পূর্ণ করে দক্ষ নাগরিক গড়ে তুলছে।

বাউবি ভিসি আরো বলেন-কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রটি বিভিন্ন জেলা নিয়ে কাজ করায় এ অঞ্চলে ব্যাপক আকাড়ে বিএ/বিএসএস প্রোগ্রামের সফলতা এসেছে। শীঘ্রই কুমিল্লায় মাস্টার্স প্রোগ্রাম চালুকরণ করা হবে বলে মত বিনিময় সভায় জানিয়েছেন বাউবি ভিসি প্রফেসর ড. এম এ মাননান।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-রেজিষ্টার বাউবি ড. শফিকুল আলম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন ভূইয়া, সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দা বিলকিস আরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-পরিচালক এসএসএম বাউবি ড.এ.এইচ.এম আনিসুর রহমান আখন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো আব্দুল্লাহ আল মানছুর। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.