শিশু শিক্ষা নিকেতনে শিক্ষার্থীদের চারা বিতরণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় চাঁপাইনবাবগঞ্জের শিশু শিক্ষা নিকেতনে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ রবিবার বেলা ১১টার দিকে নিকেতনের হলরুমে এসব চারা বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফেরদৌসী ইসলাম জেসীর পক্ষ থেকে এবং চাঁপাইনবাবগঞ্জ বন বিভাগের সহায়তায় চারাগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেন শিশু শিক্ষা নিকেতনের সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মনিম উদ দৌলা চৌধুরী।
গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ বন বিভাগের প্রতিনিধি মো. আবুল কালাম আজাদ, নিকেতনের সহকারী প্রধান শিক্ষক রেহেনা ফেরদৌস রিনা, সহকারী শিক্ষক মোসা. মনোয়ারা খাতুন রনি, মো. শহিদুল ইসলাম, মোসা. ফাহমিদা খাতুন, ফারজানা জেসমিন (মিতালী)সহ অন্যরা। শিশু শিক্ষা নিকেতনের প্লে থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ২৫০ শিক্ষার্থীর হাতে আমলকি, বেল, কাঠাল, বাতাবি লেবু, চালতা, ডালিম ও লেবু’র চারা বিতরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.