শিশুদের ভিটামিন এ ক্যাপসুল মান নিশ্চিত করেই খাওয়ানো হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি: সংগৃহীত

ঢাকা প্রতিনিধি:  দেশে ও দেশের বাইরে ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে মান নিশ্চিত হয়েই এবার শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ শনিবার (২২ জুন) সকালে ঢাকা শিশু হাসপাতালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ওষুধের মান নিয়ে প্রশ্ন তোলার কারণ নাই মন্তব্য করে তিনি অভিভাবকদের নিশ্চিন্তে ক্যাম্পেইনে অংশ নেয়ার অনুরোধ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

এবার সারা দেশে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। বিভিন্ন কেন্দ্রে ক্যাপসুল খাওয়ানো হবে বিকেল ৪টা পর্যন্ত।

এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, এবার মান নিয়ে কোনো প্রশ্ন নেই। আমরা নিজেরা দেখেছি এবং বিভিন্নভাবে দেশে ও দেশের বাইরে টেস্ট করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.