শিশুদের কখনো ভয় দেখাবেন না’ ফেনীতে শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান

ফেনী প্রতিনিধি:  ফেনীতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৪ অক্টোবর) বিকেলে ফেনী জেলা পরিষদের ডঃ সেলিম আল দীন মিলনায়তনে জেলা শিশু একাডেমির আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা: সুমনী আক্তারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিশুদের স্বাস্থ্যের প্রতি পরিবারের নজর দিতে হবে। তিনি বলেন, শিশুকে বুঝতে শিখুন, শিশুকে জানতে শিখুন। শিশুদের কখনো ভয় দেখাবেন না। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিশুকে খাওয়ানোর জন্য জোর করবেন না। খেলার মাধ্যমে তাদের খাওয়ায় উৎসাহী করুন। শিশুদের অন্যায় কাজ থেকে আমাদের দূরে রাখতে হবে।
ফেনী জেলা এনসিটিএফ এর  সভাপতি মুস্তাফিজুর রহমান মুরাদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা সরকারী গণ গ্রন্থাগারের সহকারি পরিচালক মোঃ কামরুল হাসান। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁঞা।
এতে আরো উপস্থিত ছিলেন জেলা শিশু একাডেমির আবৃত্তি বিভাগের প্রশিক্ষক পৃর্থ্বীরাজ চক্রবর্তী, সংগীত বিভাগের প্রশিক্ষক সীমা নাথ, মনি মজুমদার, সাংস্কৃতিক সংগঠক হুমায়ুন মজুমদার, দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, প্রথম আলো ফেনী বন্ধুসভার সাধারণ সম্পাদক শেখ আশিকুন্নবী সজীব প্রমুখ।
শিশুদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিশু একাডেমির প্রশিক্ষণার্থী তানজিনা সুলতানা তিশা। শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে শিশু শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.