বিশেষ (ঢাকা) প্রতিনিধি: শিল্প ও সরবরাহে সহযোগিতা জোরদারকরণে গতকাল (রোববার) চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক সই হয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েন্টাও এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সোমবার (২ জুন) তথ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় দ্বিপাক্ষিক অর্থনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতাকে একটি নতুন কৌশলগত উচ্চতায় নেয়ার জন্য সর্বোচ্চ প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
গত মার্চে চীন সফরের সময় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যে নিরবচ্ছিন্ন বাণিজ্য সম্প্রসারণ, সুষম উন্নয়ন নিশ্চিতকরণ এবং শিল্প ও সরবরাহ খাতে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া চলমান প্রকল্পগুলোর ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা বাড়ানো, চীনা সহায়তার শর্তাবলি আরও যৌক্তিক করা এবং পাট শিল্পের উন্নয়ন নিয়েও আলোচনা হয়।
উভয় পক্ষই উন্নত, ন্যায্য ও সুষম বাণিজ্য নীতিমালার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে যা বিশ্বজুড়ে বর্তমান অর্থনৈতিক ক্রান্তিকালে টেকসই উন্নয়নে সহায়তা করবে। ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারকরণে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করে।
এ ছাড়া আগামী ১৬তম জেইসি সভা পারস্পারিক আলোচনার ভিত্তিতে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: আমিনুল ইসলাম শিকদার। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.