শিল্প-কারখানার লুটপাট ও বন্ধ কারখানা চালুর দাবিতে খুলনা নাগরিক সমাজের সংবাদ সম্মেলন

খুলনা ব্যুরো: খুলনার বন্ধ শিল্প-কারখানা পুনরায় চালু, লুটপাট-দুর্নীতির অবসান, শ্রমিকদের বকেয়া পরিশোধ এবং শ্রমিক হয়রানি বন্ধের ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে খুলনা নাগরিক সমাজ।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১২টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার।
রাষ্ট্রীয় সম্পদের লুটপাট ও প্রতারণার অভিযোগ সংগঠনের দাবি, পাটকলসহ একের পর এক রাষ্ট্রীয় শিল্প বন্ধ করে ফেলে রাখা হয়েছে। খুলনার ৯টি পাটকলসহ ২৬টি রাষ্ট্রীয় পাটকল ২০২০ সালের ২ জুলাই গভীর রাতে বন্ধ করা হয় “লোকসানের অজুহাতে”। তৎকালীন সরকার “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে” এসব বন্ধ করে বলপূর্বক শ্রমিকদের কর্মহীন করে দেয়। হাজারো শ্রমিক পরিবার আজ নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে।
নাগরিক সমাজের অভিযোগ, লিজ ও টেন্ডারের নামে বিভিন্ন কারখানার মূল্যবান যন্ত্রপাতি ও সম্পদ লুটপাট করা হচ্ছে। বিশেষ করে খুলনা নিউজপ্রিন্ট মিলের ৫০০ কোটি টাকার যন্ত্রপাতি মাত্র ৬৮.৭৩ কোটি টাকায় বিক্রি করা হয় একটি “নাটকীয় টেন্ডার”-এর মাধ্যমে। এছাড়াও যশোর জুট ইন্ডাস্ট্রিজ, খালিশপুর-ক্রিসেন্ট জুট মিলসহ অনেক প্রতিষ্ঠানের সম্পদ পাচার চলছে বলেও অভিযোগ করেন নেতারা।
পাঁচ দফা দাবি উত্থাপন:
খুলনা নাগরিক সমাজ নিম্নোক্ত ৫ দফা দাবির কথা জানায়:
১. খুলনা নিউজপ্রিন্ট মিলের অবৈধ টেন্ডার বাতিল ও জড়িতদের আইনের আওতায় আনা এবং পাচারকৃত সম্পদ রাষ্ট্রের অনুকূলে ফিরিয়ে আনা।
২. সকল বন্ধ কারখানা আধুনিকায়ন করে চালু ও স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতকরণ।
৩. শ্রমিকদের সকল বকেয়া পাওনা পরিশোধ।
৪. লুটপাটের প্রতিবাদকারীদের হয়রানি বন্ধ।
৫. পাটকল রক্ষা আন্দোলনের নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং সরকারিভাবে স্পষ্ট রূপরেখা ঘোষণা।
নেতারা বলেন, আগামী ১০ দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য ও কার্যকর পদক্ষেপ না এলে রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আ. ফ. ম. মহসীন এবং সঞ্চালনা করেন গণসংহতি আন্দোলনের খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল। উপস্থিত ছিলেন নিউজপ্রিন্ট মিল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি নিজামউর রহমান লালু, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের এস এম দেলোয়ার হোসেন, কেডিএস চেয়ারম্যান আব্দুস সালাম শিমুল, নিসচার সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, সাংবাদিক ও কবি মো. রহমত আলী, দৈনিক শিরোনামের সম্পাদক ইফফাত সানিয়া ন্যান্সি, মানবাধিকার উন্নয়ন প্রকল্পের জামাল মোড়লসহ বিভিন্ন সামাজিক, শ্রমিক ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.