শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করলেন শেখ হাসিনা-মাখোঁ

বিশেষ প্রতিনিধি: ফ্রান্সের রাষ্ট্রপতির আগমন উপলক্ষে গতকাল রোববার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল মাখোঁ।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিল নৃত্যালেখ্য, পরিবেশনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি নৃত্যশিল্পবৃন্দ, নৃত্য পরিচালনা- সাইফুল ইসলাম ইভান ‘স্বাধীনতা শব্দটি কি করে আমাদের হলো’।
নৃত্যালেখ্য ‘ষড়ঋতু’ পরিবেশনায় বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস, নৃত্য পরিচালনা- ফারহানা চৌধুরী বেবী। ‘বাংলার বর্ণিল সংস্কৃতি’ (চাকমা, মারমা, ত্রিপুরা সম্প্রদায়) পরিবেশনায় ক্ষুদ্র নৃগোষ্ঠী, তপস্যা নৃত্য পরিচালনা-ফিফা চাকমা।
এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ নৈশ ভোজে অংশ নেন। এ সময় আবহসংগীত পরিবেশিত হয়। রোববার রাত ৮.১৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট।
আজ সোমবার ফ্রান্সের উদ্দেশে দেশত্যাগ করবেন তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.