শিলিগুড়িতে পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম তিরোধান দিবস (ভিডিও)

নদীয়া (ভারত) প্রতিনিধি: আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস। শিলিগুড়ি পুরনিগমের তরফে পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম তিরোধান দিবস।
আজ রবিবার বাঘাযতীন পার্কের রবীন্দ্র মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব, প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার, বিবেক বৈদ।
এদিন গৌতম দেব বলেন, মহাত্মা গান্ধী মোড়ের (এয়ারভিউ মোড়) জায়গা পিডব্লিউডি থেকে আমরা চেয়েছি।সেখানে জায়গা পেয়ে রবীন্দ্রনাথের মূর্তি বসানো হবে।তা রাজ্যের মধ্যে অন্যতম সেরা ভাস্কর্য হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.