শিলাধসের আতঙ্কে গ্রাম ছাড়ছেন সুইজারল্যান্ডের বাসিন্দারা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: শিলাধসের আতঙ্কে গ্রাম ছেড়ে পালাচ্ছেন সুইজারল্যান্ডের ব্রেইঞ্জের বাসিন্দারা। তবে এখনো প্রায় ১০০ বাসিন্দা সেই অঞ্চলে থেকে গেছেন। তাদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
বিবিসির প্রতিবেদনে জানা গেছে, ২ মিলিয়ন ঘনমিটারের একটি শিলা পাহাড়ের ওপর থেকে গড়িয়ে আসছে। গড়িয়ে আসা বৃহৎ এই শিলাটি পুরো গ্রামকে নিশ্চিহ্ন করে দিতে পারে।
শিলাধসের আতঙ্কে গ্রাউবেন্ডনের পূর্বদিকের গ্রাম ব্রেইঞ্জ এখন খালি হয়ে গেছে।
গ্রামটিকে সাময়িকভাবে ভূতাত্ত্বিক ঝুঁকি হিসেবে বিবেচিত করা হয়েছে। গ্রামটি উপত্যকার দিকে তলিয়ে যাওয়া জমিতে নির্মিত। যার ফলে গির্জার চূড়া হেলে পড়েছে এবং ভবনগুলোতে বড় ফাটল দেখা দিয়েছে।
সুইজারল্যান্ডের অ্যালপাইন অঞ্চলটি বেশ উত্তপ্ত। অতিরিক্ত গরমের কারণে পাহাড়ের পরমাফ্রোস্ট গলে গিয়ে শিলাগুলো নড়বড়ে হয়ে যায়।
বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, অতিরিক্ত বৃষ্টি হলে ২ মিলিয়ন ঘনমিটারের একটি শিলাটি পাহাড়ের নিচের গ্রামে আছড়ে পড়তে পারে। (সূত্র: বিবিসি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.