শিরোপা যাচ্ছে না ম্যানচেস্টারের ঘরে

বিটিসি স্পোর্টস ডেস্ক: প্রত্যাশিত জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে গ্রানাদার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে রেড ডেভিলরা। তবে আরেক ম্যাচে হোঁচট খেয়েছে আরেক ইংলিশ জায়ান্ট আর্সেনাল। স্লাভিয়া প্রাগের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে গানাররা।
ইংলিশ প্রিমিয়ার লিগের দুইয়ে থাকলেও শিরোপা ঘরে তোলা হচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। ইউরোপা লিগেই এখন নজর। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের হাইভোল্টেজ ম্যাচে স্প্যানিশ ক্লাব গ্রানাদার মুখোমুখি রেড ডেভিলরা।

স্তাদিও নুয়েভোতে ম্যাচের শুরু থেকেই আধিপত্য ধরে আক্রমণ চালায় থিয়েটার অব ড্রিমের নায়কেরা। নিজেদের মাঠে গ্রানাডা প্রতিরোধ ধরে রাখতে পেরেছিল কেবল আধ ঘণ্টা। ৩১ মিনিটে দৃশ্যপটে লিন্ডেলফ। তারই এক বাড়ানো বলে ম্যাচে লিড এনে দেন মার্কোস রাশাফোর্ড। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে রেড ডেভিলরা।

দ্বিতীয়ার্ধে লিড দ্বিগুণ করতে মরিয়া অতিথিরা। ৬৬ মিনিটে রাশফোর্ডকে বসিয়ে এডিনসন কাভানিকে নামায় সোলশায়ার। তবুও কাঙ্ক্ষিত গোল অধরা।

অন্যদিকে, গ্রানাদা ঘরের মাঠের সুবিধা নিতে পারেনি। তাদের দুর্বল শট গোলে পরিণতি পায়নি। উলটো ম্যাচের অন্তিম মুহূর্তে ডি বক্সে ফাউল করে বসে স্বাগতিকরা। পেনাল্টি থেকে স্কোর করেন ব্রুনো ফার্নান্দেস।

তাতেই হাসি ফোটে ম্যানইউ সমর্থকদের। ২-০ গোলের লিড নিয়ে শেষ চার এক পা দিয়ে রাখল রেড ডেভিলরা।

এদিকে, দিনের আরেক ম্যাচে হোঁচট খেয়েছে আরেক ইংলিশ জায়ান্ট আর্সেনাল। স্লাভিয়া প্রাগের বিপক্ষে এগিয়ে গিয়েও জয়হীন থেকে মাঠ ছাড়তে হয়েছে মিকেল আর্তেতা শিষ্যদের।

এমিরেটস স্টেডিয়ামে ম্যারম্যারে প্রথমার্ধে গোল পায়নি কেউ। নিজেদের মাঠে বল দখলে এগিয়ে থাকলেও আসল কাজটি করতে পারছিল না লাকাজাতে-ওবামেয়াংরা।

দ্বিতীয়ার্ধে ৮৬ মিনিটে নিকোলাস পেপে স্বাগতিকদের মান বাঁচায়। গোলের পেছনের কারিগর ওপিয়েরি এমেরিক ওবামেয়াং।

তবে যোগ করা সময়ে কপাল পোড়ে আর্সেনালের। হোলসের দারুণ এক গোলে সমতায় ফেরে স্লাভিয়া প্রাগ। তাই দ্বিতীয় লেগের ম্যাচের ফলাফলেই নির্ধারণ হবে আর্সেনালের সেমিফাইনাল ভাগ্য। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.