মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় কর্মরত অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে মোরেলগঞ্জ অনলাইন রিপোর্টার্স ইউনিটের কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মোরেলগঞ্জ থেকে প্রকাশিত দক্ষিণাঞ্চল সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডাঃ শিব্বির আহমেদের সভাপতিত্বে ও দৈনিক সমাবেশের মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধি সৈয়দ লিয়াকত হোসেনের সঞ্চালনায় দক্ষিণাঞ্চল সমাচার পত্রিকার কার্যালয় আলোচনা সভা ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত সকল সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ডাঃ শিবির আহমদকে আহ্বায়ক, সৈয়দ লিয়াকত হোসেনকে সদস্য সচিব করে মোরেলগঞ্জ অনলাইন রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ডাঃ এন, আই ফারুকী, নজরুল ইসলাম শরীফ, এস,এম, সাইফুল ইসলাম কবির, মো. নাজমুল হোসেন, আব্দুর রহিম, সাগর তালুকদার রনি প্রমুখ।
অত্র কমিটি সদস্য অন্তর্ভুক্ত করবেন এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে জানান নতুন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব।
Comments are closed, but trackbacks and pingbacks are open.