‎শিবির সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্নে প্রজন্মের জন্য কাজ করে যাচ্ছে : সাবেক সভাপতি সিরাজুল

‎নিজস্ব প্রতিবেদক: ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি  পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার মো: সিরাজুল ইসলাম বলেছেন,প্রজন্মের হাত ধরেই আগামীতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। সেই সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন নিয়েই প্রজন্মের জন্য কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্রশিবির। স্বৈরাচারের শেখ হাসিনার সীমাহীন দমন নিপিড়নের পরেও বিশ্রাম নেয়নি তারা।
‎শনিবার (১৬ আগষ্ট) দুপুরে বনমালী শিল্পকলা ইনস্টিটিউটে আয়োজিত এসএসসি/দাখিল সমমান  পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে পাবনা শহর শিবিরের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎তিনি বলেন, শিবিরের ক্রিয়েটিভ কাজগুলো সহ্য করতে না পেরে একটি মহল ভয়াবহ মিথ্যা অপবাদ দিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা চাই দেশটা সুৃখে থাকুক শান্তিতে থাকুন। সমৃদ্ধশালী দেশ গঠন হোক। দেশকে ভালোবাসার প্রমাণ বারবার দিয়েছে শিবির। স্বৈরাচারের জুলুম নির্যাতনের এমনও সময় গেছে আমরা অপেন পোগ্রাম না করতে পেরে জিপিএ-৫ শিক্ষার্থীদের বাসায় গিয়ে উপহার পৌছে দিয়েছি।আমরা ভালো কাজ করব, খারাপ কাজ করতে দেবনা। দুর্নীতি করব না, দুর্নীতি কাউকে করতেও দেবনা।
‎তিনি মেধাবীদের উদ্যেশে বলেন, মেধাবীদের ঘাড়ের উপর দিয়ে প্রত্যাশার ভাড় অনেক বেশি। গতানুগতিক পরিবেশে গা ভাসা দিলে তুমিও আস্তাকুঁড়ে নিপতিত হবে। তুমি যদি পা পিছলে যাও তাহলে আজকের ভালো রেজাল্ট আগামীতে তোমার জন্য কাল হয়ে দাড়াবে। অনেক বড় হয়ে দুর্নীতিবাজ হয়ে উঠো তাহলে সমাজের লোক তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিবে।
‎যারা আজকে ভালো রেজাল্ট করতে পারেনি তাদেরকে তোমরা শান্তনা দিবে। ছোট্ট একটি পরিশ্রম সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক কাজ দেবে।
‎স্বৈরাচারের দুর্নীতির সামান্য নমুনা তুলে ধরে তিনি বলেন, মিরপুরের মেট্রোরেল রেল ঠিক করতে এক বছর লাগবে বলে জানিয়েছিল স্বৈরাচার হাসিনা সরকার। এছাড়াও বাজেট দিয়েছিল সাড়ে তিনশ কোটি। এরপর বর্তমান সরকার দায়িত্ব নিয়ে মাত্র দেড় মাসে ঠিক করেছে। যেটা ১৮ কোটি টাকা লেগেছিল। প্রতিটি সেক্টরের রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম বাসা বেঁধে ছিল। প্রতিটি সেক্টরে মেধাবীরা সততার সঙ্গে কাজ করলে দ্রুত দেশ উন্নত শিকড়ে পৌঁছাবে। অল্পদিনেই অনেক বিদেশিরা আমাদের উন্নয়ন দেখে হিংসা করবে।
‎কয়েকজন শিক্ষার্থীরা বলেন, শিবিরের আয়োজনে আজকের প্রাণবন্ত অনুষ্ঠানটি আমাদের জন্য স্বরণীয় হয়ে থাকবে। আমন্ত্রিত অতিথিবৃন্দ জ্ঞানগর্ভ বক্তব্য দিয়েছেন। আমাদের জীবনচলার ক্ষেত্রে কি কি জিনিস প্রয়োজন সেটি আমাদের বলেছেন। বিশেষ করে নৈতিক চরিত্রের বিষয়ে উপদেশ দিয়েছেন। ও বড় হয়ে একজন ভালো মানুষ হয়ে দেশ ও জাতির জন্য কাজ করতে বিভিন্ন চিপস দিয়েছেন। শিবির সম্পর্কে আমরা ইতোপূর্বে অনেক খারাপ ধারণা ছিল। কিন্তু আজকের অনুষ্ঠানে এসে সম্পুর্ণ ব্যাতিক্রম দেখছি।
‎পাবনা শহর শিবিরের সভাপতি গোলাম রহমান জয়ের সভাপতিত্বে ও শহর শিবিরের সেক্রেটারি এসএম হাবিবুল্লাহ’র সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো: ইকবাল হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন, পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান,মিডিয়া ব্যক্তিত্ব ও কলামিস্ট শমসের আলম হেলাল, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষ সম্পাদক ইব্রাহিম হোসেন, পাবনা পৌর জামায়াতের আমীর আব্দুল লতিফ, ন্যাশনাল ডক্টর ফোরাম পাবনা জেলা সভাপতি ডা. মাসুদ রানা সরকার।
‎অনুষ্ঠানের শুরুতে জিপিএ-৫ শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। শেষে ক্রেষ্ট ও শিবিরের প্রকাশনা সামগ্রী দেওয়া হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.