শিবনদীতে মাছ ধরার ডিঙ্গি নৌকায় স্বামী-স্ত্রীর লাশ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে শিবনদীতে মাছ ধরার একটি ডিঙি নৌকা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে শিবনদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
তারা হলেন: রায়হান আলী (২৪) ও তার স্ত্রী তারাবানু (১৮)। চার মাস আগে তারা বিয়ে করেছিলেন।
রায়হান আলী নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের বিল সুরশুনিয়া গ্রামের আদম আলীর ও তারাবানু একই উপজেলার শ্রীকলা গ্রামের ইস্কেন্দার আলীর মেয়ে। 
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির বিটিসি নিউজকে বলেন, সকালে শিবনদীতে মাছ ধরার একটি ডিঙি নৌকায় স্বামী ও স্ত্রীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.