শিবগঞ্জ সীমান্তে ছাত্রের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আজ সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ এলাকা থেকে আব্দুর রহিম নামে এক কলেজ ছাত্রের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রহিম শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঝড়ুটোলা গ্রামের মুর্শেদ আলীর ছেলে ও আদিনা ফজলুল হক সরকারি ডিগ্রি কলেজের ডিগ্রি শ্রেণির ছাত্র।

স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা বিটিসি নিউজকে জানায়, আজ সোমবার ভোর রাতে বাড়ি থেকে বের হয় আব্দুর রহিম। ভারতের ২৪ বিএসএফ ব্যাটেলিয়নের সুকদেবপুর সীমান্ত ফাঁড়ির বিএসএফের গুলিতে সীমান্ত মেইন পিলার ১৭৮ /১ পিলারের কাছে সে মারা যায়। কাঁটাতারের বাংলাদেশের ৫০০ গজ অভ্যন্তরে তার মরদেহ দেখতে পাওয়ার পর পুলিশ ও বিজিবিকে খবর দেওয়া হয়। শিবগঞ্জ থানা পুলিশ সোমবার সকাল ১০ টার দিকে আব্দুর রহিমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ মর্গে প্রেরণ করে।

শিবগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক আতিকুল ইসলাম বিটিসি নিউজকে জানান, নিহত আব্দুর রহিমের মুখে ও বুকে গুলির চিহ্ন পাওয়া গেছে। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.