শিবগঞ্জ পৌরসভা ডিজিটালাইজেশন কার্যক্রমের উদ্বোধন

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ এই স্নোগানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বির্নিরমানে, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ পৌরসভার সেবা সহজিকরণ, ডিজিটালাইজেশন ও প্রজন্মকে সবুজ নগরী উপহার দেওয়ার লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনা মডেল, ট্যাক্স, হোল্ডিং বিল, পানি সরবরাহ ও ট্রেড লাইসেন্স ফি কালেকশনের অনলাইন বিকাশের মাধ্যমে পরিশোধ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে শিবগঞ্জ পৌরসভা চত্বরে শিবগঞ্জ পৌরসভা ও সুইচ কন্টাক্টের সহযোগিতায় ও অর্থায়নে প্রবৃদ্ধি প্রকল্পের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভায় পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু, যশোর পৌরসভার প্যানেল মেয়র শেখ মোখছিমুল বারী অপু, বগুড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাজাহান আলী, সুইজারল্যান্ড ভিত্তিক বেসরকারি সংস্থা সুইস কন্টাক্ট প্রবৃদ্ধি প্রকল্পের সিনিয়র ম্যানেজার মেহজাবিন আহমেদ সহ শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের সুধীবৃন্দ। শিবগঞ্জ পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের মাঝে পোশাকসহ বর্জ্য ব্যবস্থাপনা সামগ্রী বিতারণ করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.