শিবগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান-সৈয়দ নজরুল, ভাইস চেয়ারম্যান রবিউল-শিউলি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় শাস্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ কার্যক্রম শেষে ভোট গণনায় ফলাফলে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান।
নির্বাচিতরা হলেন-চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে কাপ-পিরিচ প্রতীকে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন সৈয়দ নজরুল ইসলাম। তিনি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান।
উপজেলার ১৫ ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৬৬ টি কেন্দ্রে তিনি ভোট পেয়েছেন ৮১,৮৩০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতিকে মোঃ মহসীন আলী মিয়া পেয়েছেন ৬৭,০২০ ভোট।
অন্য প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকে মোঃ গোলাম কিবরিয়া পেয়েছেন ৪৯২৯ ভোট এবং জাসদের মশাল প্রতীকে মোহাঃ জামাল হোসেন পলাশ পেয়েছেন ১২৪৯ ভোট।
এই উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মোঃ রবিউল খান টিউবওয়েল প্রতীকে ৬২,৬২৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতিকে মোহাঃ শামিম রেজা পেয়েছেন ৪০,০৭৯ ভোট। অন্য প্রতিদ্ব›দ্বী ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ আল মামুন টিয়া পাখি প্রতীকে পেয়েছেন ৩৯,৭৪১ ভোট এবং দলীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তের কথা বলে সোমবার গভীর রাতে ভাইস চেয়ারম্যান প্রাথী মোঃ ইব্রাহিম নির্বাচন থেকে সরে দাঁড়ালেও মাইক প্রতীকে ভোট পেয়েছেন ৭৮২৩ ভোট।
এদিকে, এই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতিকে ৫৮৫২০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন মোসাঃ শিউলি বেগম। তিনি শিবগঞ্জ উপজেলার (বর্তমান পরিষদের) মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী মোসাঃ নুরজাহান ফুটবল প্রতিকে পেয়েছেন ৪৬০৯৯ ভোট। এই পদে মোসাঃ মুসলেমা খাতুন কলস প্রতিকে পেয়েছেন ৪৪৬৫৪ ভোট।
এই উপজেলায় মোট ভোটার ৪ লাখ ৭৮ হাজার ৭০২ জন। এর মধ্যে ভোট পড়েছে ১,৫৫,০২৮ ভোট। যা মোট ভোটের ৩৩ %।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: উজ্জ্বল হোসেন জানান, ব্যালটের মাধ্যমে সকাল আটটা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে শতকরা ৩৩ ভাগ ভোট পড়েছে।
শিবগঞ্জ উপজেলায় মোট ভোটার ৪ লাখ ৭৮ হাজার ৭০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৫ হাজার ৬২১ জন ও মহিলা ভোটার ২ লাখ ৩৩ হাজার ৮১ জন। শিবগঞ্জ উপজেলার ১৬৬ টি ভোট কেন্দ্রে কক্ষ সংখ্যা ১২৮৮ টি।
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
শিবগঞ্জ উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, সকলের আন্তরিকতায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচনের ভোট গ্রহণ ও গণণার কাজ সম্পন্ন হয়েছে।
নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে করার জন্য উপজেলায় প্রায় ৮৫০ জন পুলিশ, র‌্যাব সদস্য ৪০ জন, বিজিবি ৩ প্লাটুন মোতায়েন, ১ প্লাটুন রিজার্ভ এবং প্রায় ২ হাজার ২০০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেছেন। নির্বাচন শান্তিপূর্ন করতে ১৫ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং ১ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাঠে কাজ করেছেন। শান্তিপূর্ণ পরিবেশে ও নিরপেক্ষভাবে শিবগঞ্জ উপজেলার ১৬৬ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম ও ভোট গণণা শেষে ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.