শিবগঞ্জে ১১১ জন বীরমুক্তিযোদ্ধার বেসামরিক গেজেট যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন

বিশেষ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বীরমুক্তিযোদ্ধাদের বেসামরিক গেজেট যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ শনিবার (৩০শে জানুয়ারী) ২০২১ ইং দুপুরের দিকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, সাবেক ডেপুটি কমান্ডার তরিকুল ইসলাম ও আবদুল মান্নান’সহ অন্যান্যরা।
এ সময় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বীরমুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তানরা উপস্থিত ছিলেন। শেষে ১১১ জন বীরমুক্তিযোদ্ধার যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, বিষয়টি গণমাধ্যম কর্মীদের  নিশ্চিত করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.