শিবগঞ্জে মৎস্য ও কৃষি সম্প্রসারণ প্রতিনিধিদের মাঝে মোবাইল ট্যাবলেট বিতরণ

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: এন.এ.টি.পি-২ প্রকল্পের আওতায় মৎস বিভাগের ১১ জন ও কৃষি বিভাগের ২২ জন মৎস্য ও কৃষি সম্প্রসারণ প্রতিনিধিদের মাঝে ৩৩ টি মোবাইল ট্যাবলেট প্রদান করা হয়। শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মোবাইল ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাংসদ গোলাম রাব্বানী।

এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস.এম আমিনুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. সুলতান আলী, কৃষি সম্প্রসারণ অফিসার মো. সুনাইন বিন জামান. সিনিয়র মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মন্ডলসহ অন্যরা। শেষে অতিথিরা স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিদের মাঝে ১১টি মোবাইল ট্যাবলেট ও স্থানীয় কৃষি সম্প্রসারণ প্রতিনিধিদের মাঝে ২২টি মোবাইল ট্যাবলেট বিতরন করেন।এসব ট্যালেট মৎস ও কৃষিকাজে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেয়ার কাজে ব্যবহার করা হবে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.