শিবগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় সংস্কার কাজের উদ্বোধন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: জাতির শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযুদ্ধের মহান সেনা, বীর মুক্তিযোদ্ধাদের কল্যানার্থে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় সংস্কার ও আধুনিকায়ণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার সকালে গুলনাহার-কশিমুদ্দিন-জিকে ফাউন্ডেশনের অর্থায়নে আধুনিকায়ন ও পুন:সংস্করনের উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।

এ উপলক্ষে মনাকষা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে মনাকষা বাজার চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম।

সভাপতিত্ব করেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ। জেলা ছাত্রলীগের সহসভাপতি আলাউদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবু আহমদ নজমুল কবির মুক্তা। এসময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.