শিবগঞ্জে মাস্ক না পরায় ৭০ জনকে দিতে হলো জরিমানা

বিশেষ প্রতিনিধি: করোনা সংক্রমণ প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাস্ক না পরায় ৭০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (০৫ এপ্রিল) ২০২১ ইং দিনব্যাপি পৌর এলাকায় বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা করা হয়।
ভ্রামামাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি বিটিসি নিউজকে জানান, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মাস্ক ছাড়া বাইরে চলাফেরা করায় টানা তিন দিনে মোট ৭০ জনকে জরিমানা করা হয়। একই সঙ্গে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মাস্ক পরার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়।
এছাড়াও দোকানপাট ও ব্যবসায়ীদের শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতে প্রচারণা অব্যহত রয়েছে। অন্যদিকে সোনামসজিদ স্থলবন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকেরা স্বাস্থ্যবিধি মানচ্ছেন না বলেও অভিযোগ পাওয়া গেছে। এদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাঠে রয়েছে প্রশাসন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.