শিবগঞ্জে মাদক, বাল্যবিয়ে, যৌতুক প্রতিরোধ, উন্নয়ন মূলক কর্মকান্ড বিষয়ে পুরোহিত-ইমামদের সঙ্গে মতবিনিময়

বিশেষ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদক, বাল্যবিয়ে, যৌতুক প্রতিরোধ ও সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড বিষয়ে পুরোহিত ও ইমামদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২২-শে মে ২০২৩ ইং তারিখ সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, শিবগঞ্জের আপামর জনতার পরম বন্ধু উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন ও শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়েল আহাম্মদ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান’গণ, পুরোহিত ও ইমামরাও উপস্থিত ছিলেন। সভায় মাদক, বাল্যবিয়ে, যৌতুক প্রতিরোধ ও সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড বিষয়ে আলোকপাত করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.