শিবগঞ্জে মহান স্বাধীনতা সূবর্ণজয়ন্তী উপলক্ষে মূক্তিযোদ্ধাগণকে সম্মাননা প্রদান


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে দেশের সূর্যসন্তানদের সম্মাননা দেয়া হয়েছে।
উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে শাহাবাজপুর ইউনিয়নের শহীদ মুক্তিযোদ্ধা, প্রয়াত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক হিসাবে ক্রেষ্ট প্রদান করা হয়।
আজ বুধবার সকালে শাহাবাজপুর ইউনিয়ন পরিষদ চত্ত¡রে ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে ইউ’পি চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাকিব আল রাব্বি।
এসময় বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হোসেন তাজেল, বীর মুক্তিযোদ্ধা এম এমরান আলী, আঃ হাকিম, আঃ রাজ্জাক, আঃ রহমান, ইউনিয়ন শাখা ডেপুটি কমান্ডার আঃ হামিদ, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তোহিদুল আলম টিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, ইউপি সদস্য মোঃ ওয়ালিদ হাসানসহ অন্যরা। শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।
প্রধান অতিথি বলেন, মুক্তিযোদ্ধারা অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক জীবনের বিনিময়ে, অনেক সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা অর্জন করে জাতির হাতে লাল সবুজের পতাকা তুলে দিয়েছেন। জাতি আপনাদের কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে। আপনাদের অহংকারে জাতি আজ গর্বিত।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.