শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে।
শুক্রবার (৫ আগস্ট) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জুমার নামাজ শেষে শেখ কামালের জন্য উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া, বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পূস্পস্তবক অর্পণ এবং আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খানসহ অন্যরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার সরকারী-বেসরকারী কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.