শিবগঞ্জে প্রবীণ হিতৈষী সংঘের কম্বল বিতরণ


বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দেড় শতাধিক দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে প্রবীণ হিতৈষী সংঘ।
রোববার দুপুরে নিজস্ব কার্যালয়ে এই কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
অনুষ্ঠানে উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আলহাজ্ব আকবর হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সহ-সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আকবর আলী ও কোষাধ্যক্ষ একরামুল রেজাসহ সংঘের প্রবীণ সদস্যরা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.