শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত-২

 

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ১ শিশু ও মহিলা নিহত হয়েছে।

নিহত শিশু শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের আলকেশ আলীর মেয়ে সুমাইয়া(৬)। আর নিহত মহিলার নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা ও পুলিশ জানায়, শনিবার সকালে মোটরসাইকেলযোগে এক অজ্ঞাত মহিলা শিবগঞ্জ অভিমুখে আসার সময় কানসাট পুখুরিয়া এলাকায় বিপরীত দিক থেকে যাওয়া একটি ট্রাকের সাথে সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী অজ্ঞাত মহিলা মারা যায়।

এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করতে পারলেও মোটর সাইকেল চালক ও মোটরসাইকেলের কোন খোঁজ পাইনি পুলিশ।

অন্যদিকে শনিবার দুপুরে শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের সুজাপুর এলাকায় ট্রাক্টরের ধাক্কায় ৬ বছরের শিশু সুমাইয়া নিহত হয়েছে।

এব্যাপারে শিবগঞ্জ থানা ওসি (অপারেশন) কবির হোসেন জানান, শিবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় এক শিশু এক অজ্ঞাত মহিলা নিহত হয়েছে।

৬ বছরের  এই শিশুটি (সুমাইয়া)  শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের সুজাপুর এলাকায় ট্রাক্টরের ধাক্কায় নিহত হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.