শিবগঞ্জে দৈনিক ইত্তেফাক’র ৬৮তম বর্ষপূতি অনুষ্ঠান


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: দেশের প্রথম সারির গণমাধ্যম ‘দৈনিক ইত্তেফাক পত্রিকা’র ৬৮তম বর্ষপূতি ও ৬৯ তম বছরের পদার্পণ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা সভা কক্ষে কেক কাটা ও আলোচনা সভায় মিলিত হয়।
দৈনিক ইত্তেফাক পত্রিকার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বী।
বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মো. তসলিম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.