শিবগঞ্জে দুর্লভপুর ইউপি নির্বাচনের দাবিতে সমাবেশ ও মানববন্ধন

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন ইউনিয়ন পরিষদ নির্বাচন বারবার বন্ধের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে শিবগঞ্জে।
সোমবার সকালে নির্বাচন বাস্তবায়ন কমিটির আয়োজনে শিবগঞ্জ ডাকবাংলার সামনে ঘণ্টাব্যাপী এই সমাবেশ হয়। এস
ময় বক্তব্য রাখেন নির্বাচন বাস্তবায়ন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ সনু, নির্বাচন বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা ও ও শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাজমুল কবির মুক্তা, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি তৌহিদুল ইসলাম পলাশসহ অন্যরা।
প্রতিবাদ সভা ও মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২৮ শে নভেম্বর ২০২১ দুর্লভপুর ইউপি নির্বাচনের দিন ঠিক করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন, সীমানা জটিলতায় কারণ দেখিয়ে নির্বাচন স্থগিত করেন বিজ্ঞ আদালত, আবার ১৫ই জুন-২০২২ নির্বাচনের তারিখ ঠিক করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন, কয়েক দিন যেতে না যেতেই আবারও নির্বাচন স্থগিতের আদেশ দেন বিজ্ঞ আদালত। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.