বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আবু সুফিয়ান সিজু (২৫) নামে এক যুবককে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে কুপিয়ে দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
গত বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার শিবগঞ্জ উপজেলার ওমরপুর ঘাটে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা জামায়াত-শিবিরের কর্মী বলে দাবি ভুক্তভোগীর।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে সুফিয়ানের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১২-১৫ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গুরুতর আহত সিজু একই ইউনিয়নের বাজিতপুর গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও শনিবার সকালে তাকে ঢাকায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ শংকর কে বিশ্বাস।
তিনি বলেন, সিজু চিকিৎসাধীন ছিলেন ৩৬ নম্বর বেডে। কিন্তু শনিবার সকালে পাশের বেডের রোগীরা জানান, ওই দিন রাতেই তারা ডাক্তারকে না বলেই ঢাকায় চলে গেছেন।
গ্রেপ্তার দুজন হলেন- শাহ আলম (২২) ও তার ভাই আবদুর রাজ্জাক (২৩)। তাদের বাড়ি শ্যামপুর খোচপাড়া গ্রামে। রাজ্জাক একটি মাদরাসার শিক্ষক। উমরপুর ঘাটে তার ওষুধের দোকান আছে। সেই দোকানের সামনেই ঘটনাটি ঘটেছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সিজুকে ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাত ও পায়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। আঘাত করা হয় শরীরের একাধিক অংশেও।
পরে সিজু মাটিতে লুটিয়ে পড়লে তারা মৃত ভেবে ঘটনাস্থল থেকে চলে যান। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থা আশঙ্কাজনক হওয়া প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
হাসপাতালে চিকিৎসাধীন সিজুর অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে দেড় ঘণ্টা ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রেখে কুপিয়েছে জামায়াত–শিবিরের কর্মীরা। তাদের মধ্যে আব্দুর রাজ্জাক, ওষুধের দোকানদার, শরৎনগর গ্রামের আনোয়ার এবং চামা বাজারের পোলট্রি ব্যবসায়ী আবু সাঈদের ভাই নূরসহ আরও কয়েকজন জড়িত ছিলেন বলেও দাবি তার।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিটিসি নিউজকে বলেন, সিজুর বাবার মামলায় পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। #















