শিগগিরই ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করবে নেদারল্যান্ডস

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে এফ-২৬ যুদ্ধবিমান সরবরাহ শুরু করবে নেদারল্যান্ডস। শিগগিরই দেশটিকে প্রতিশ্রুত ২৪টি এফ-১৬ যুদ্ধবিমানের প্রথম চালানটি সরবরাহ করা হবে। সোমবার (১ জুলাই) এই তথ্য জানিয়েছে ডাচ সরকার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
সংসদে একটি চিঠিতে প্রতিরক্ষামন্ত্রী কাজসা ওলংগ্রেন বলেছেন, ইউক্রেনে যুদ্ধবিমানগুলো সরবরাহ করার প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়েছে।
নিরাপত্তাগত কারণে প্রথম চালানে কতগুলো বিমান থাকবে এবং সেগুলো কখন ইউক্রেনে পৌঁছাবে তা নির্দিষ্ট করে জানানি তিনি।
যুদ্ধে রুশ বাহিনীর বিরুদ্ধে বিমান প্রতিরক্ষা শক্তিশালী করতে ইউক্রেনকে এফ-১৬ সরবরাহ করার উদ্যোগ নিয়েছিল আন্তর্জাতিক একটি জোট। এই উদ্যোগ বাস্তবায়নের অন্যতম চালিকাশক্তি নেদারল্যান্ডস।
এর আগে, রোমানিয়ার একটি প্রশিক্ষণ সুবিধায় এফ-১৬ সরবরাহ করেছিল ডাচ সরকার। সেখানে ইউক্রেনীয় পাইলট ও গ্রাউন্ড স্টাফদের যুদ্ধে বিমানগুলো চালানো এবং রক্ষণাবেক্ষণ করতে শেখানো হচ্ছে।
এপ্রিলে ওলংগ্রেন বলেছিলেন, তিনি আশা করেছেন, ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্র কয়েক মাসের মধ্যেই অস্ত্রের চালান শুরু করবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.