শিক্ষিত বেকার যুবকের হার কমাতে উদ্যোগ গ্রহণ করেছে সরকার : শিক্ষমন্ত্রী (ভিডিও)

রংপুর প্রতিনিধি: শিক্ষমন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন- দেশে শিক্ষিত বেকার যুবকের হার কমাতে স্কুল-কলেজ গুলোতে কর্মমুখী শিক্ষা পাঠদনে অনেক বেশী গুরুত্ব দিয়ে নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার।
তিনি আজ শনিবার (২০ নভেম্বর) রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত রংপুর বিভাগীয় অঞ্চলের “শিক্ষা ব্যবস্থাপনা ও শিক্ষার মানোন্নয়ন” বিষয়ক দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহনের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলে।
শুধু সুশিক্ষিত নয়, শিক্ষার্থীদের মানবিক ও কর্মমুখী শিক্ষায় দক্ষ হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও স্কুল-কলেজের শিক্ষকদের জোরালো ভমিকা রাখার আহবান জানান শিক্ষামন্ত্রী।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় জাতীয় বিশ্ববিদ্যালয় অধিনে রংপুর বিভাগের ৮ জেলার ২শ’ ৭৯টি কলেজের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.