চট্টগ্রাম ব্যুরো:বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের আয়োজনে এবং চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সহযোগিতায় ‘৫ম শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি কর্মশালা-২০২৫’ গত ৫ জুলাই শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়।
কর্মশালার প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উদ্দিন।
তিনি বলেন, “রেড ক্রিসেন্ট সব সময় দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়। স্বেচ্ছাসেবকরা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে, যা অত্যন্ত প্রশংসনীয়।” তিনি সকল স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও মানবতার সেবায় পাশে থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ ন ম তামজীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের এনডিসি সাইফুল ইসলাম ভূঁইয়া, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ। আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পর্ষদ সদস্য জিয়াউল হক সোহেল, মেহেদী হাসান রায়হান, ডা. ফারহানাজ মাবুদ সিলভী ও মোঃ এনামুল হক।
কর্মশালায় চট্টগ্রাম মহানগরীর ২৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রতিনিধি হিসেবে দায়িত্ব, কর্তব্য ও রেড ক্রিসেন্ট কার্যক্রম কীভাবে আরও কার্যকর করা যায়, সে বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের সাংগঠনিক ও নিয়োগ বিভাগের প্রধান দীপ্ত ভট্টাচার্য্য।
এ সময় আরও উপস্থিত ছিলেন, দুর্যোগ ও মানবিক সাড়া বিভাগের প্রধান মোঃ রকিবুল ইসলাম, আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান তন্ময় বড়ুয়া, স্বাস্থ্য ও সেবা বিভাগের প্রধান হোছাইন মো. আসির হামিম এবং রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.