শিক্ষা,স্বাস্থ্য ও বিদ্যুতের আলোয় আলোকিত চলনবিলের জনপদ- পলক

 

নাটোর প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুতের আলোয় আলোকিত জনপদ চলনবিল। ৩৭ বছর অবহেলিত জনপদ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে এগিয়ে যাচ্ছে।

নতুন নতুন ভবন, ,ব্রীজ, কালভার্ট, যোগাযোগ ব্যবস্থার ব্যপক উন্নয়ন ঘটেছে। অতিথি পাখির মত নেতাদের শাসনে জনগন প্রতারিত হয়েছে। চলনবিল শান্তি ও উন্নয়নের জনপদে পরিনত হয়েছে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শিক্ষা কে প্রথম জাতীয়করন করেছেন, তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ১ দিনে ৩৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করন করেন। প্রতিমন্ত্রী নাটোরের সিংড়ায় আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় ৩ কোটি টাকা ব্যয়ে শোলাকুড়া আলিম মাদ্রাসার বহুতল একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ওহিদুর রহমান শেখ, অধ্যক্ষ আব্দুল আ্ওয়াল,কাউন্সিলর আবদুল জলিল, শোলাকুড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ নাজমুল হক, আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ প্রমুখ।

এর আগে তিনি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে সোহাগবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনের নির্মান কাজের শুভ উদ্বোধন করেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.