শিক্ষার্থীদের সাহিত্য-সংস্কৃতি চর্চায় উৎসাহিত করার আহ্বান সমাজকল্যাণমন্ত্রী’র

রংপুর প্রতিনিধি: শিক্ষার্থীদের সাহিত্য-সংস্কৃতি চর্চায় উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চা করলে শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতার বিকাশ ঘটবে।’
আজ শুক্রবার (১২ নভেম্বর) রংপুর কারমাইকেল কলেজের ১০৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেছেন বলে জানায় সরকারি তথ্য বিবরণী।
তথ্য বিবরণীতে জানানো হয়, কারমাইকেল কলেজের সাবেক ছাত্র সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, সুপ্রিম কোর্টের (হাইকোর্ট বিভাগ) বিচারপতি এম এনায়েতুর রহিম, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এবং কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আমজাদ হোসেন।
মন্ত্রী ছাত্রজীবনের স্মৃতি রোমন্থন করে বর্তমান ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে অনুষ্ঠানে বলেন, ‘সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এ মিলনমেলা থেকে নতুন আত্মপ্রত্যয়ে উজ্জীবিত হয়ে জ্ঞান অর্জন করে মানুষের মতো মানুষ হয়ে দেশের সেবা করতে হবে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতির চর্চা করতে হবে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.