BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার উদ্যোগ গ্ৰহণের আহ্বান শিক্ষা উপদেষ্টার

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার উদ্যোগ গ্ৰহণের আহ্বান শিক্ষা উপদেষ্টার

বিশেষ প্রতিনিধি: শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যাপক উদ্যোগ গ্ৰহণ করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ প্রকল্প নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহবান বলেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ- এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুজান ভাইজ, ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম এবং শিক্ষা মন্ত্র্রণলয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) আলিফ রুদাবা।

ইউজিসির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা বলেন, ইউনেস্কোর সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প তরুণ প্রজন্মকে জুলাই আন্দোলনের ট্রমা কাটিয়ে উঠতে সহযোগিতা করবে। দেশের বিশ্ববিদ্যালয়ে এ ধরনের প্রোগাম আরও বিস্তৃত পরিসরে আয়োজন ও টেকসই উদ্যোগ গ্ৰহণ করা দরকার বলে তিনি জানান।

শিক্ষা উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের ট্রমা থেকে উত্তরণে নিবিড় তদারকি করা প্রয়োজন রয়েছে বলে জানান। তিনি তরুণ প্রজন্মের মধ্যে হতাশা নিরসনে সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের সাহসী ভূমিকার জন্য সমাজে পরিবর্তন এসেছে। গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের দুর্ভোগ ও ট্রমা কাটিয়ে উঠতে ইউজিসি’র প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ সময় তিনি শিক্ষার্থীদের কল্যাণে ‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প ‘ গ্ৰহণের জন্য ইউনেস্কোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সুজান ভাইজ বলেন, তরুণদের নানা ধরনের ট্রমা কাটিয়ে উঠতে সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহে কাঠামোগত পরিবর্তন নিয়ে আসা এবং যুবকদের সুরক্ষায় একসাথে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশে এ সংক্রান্ত নীতিমালা প্রণয়নের চেয়ে এর বাস্তবায়ন বেশি চ্যালেঞ্জিং বলে তিনি উল্লেখ করেন। তিনি সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা সেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে গল্প ও ভিডিও চিত্রের জন্য ১৪ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এছাড়া, প্রকল্পের আওতায় ৩টি বই প্রকাশ করা হয়েছে যা বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সহযোগিতা করবে।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি এবং ইউনেস্কো’র সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের আওতায় দেশের ২২টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীকে মানসিক স্বাস্থ্য সুরক্ষা সেবা প্রদান করা হয়েছে। এছাড়া, ২০ হাজার শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে এই প্রকল্প গ্রহণ করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চেয়ারপার্সন উপদেস্টা এএসএম আম হালিমের নেতৃত্বে ইসলামপুরে বিজয় মিছিল দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা জামালপুরে ডেভিল হান্টে ১৭ জন আওয়ামী লীগ নেতা গ্রেফতার ইসলামপুরে বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত সান্তাহারে যুবদল অফিসে হামলা মামলায় নিষিদ্ধ আওয়ামীলীগের দুইজন গ্রেপ্তার আদমদীঘিতে শ্রমিকদের সাথে মতবিনিময় রাজশাহীতে রাতের আঁধারে আমবাগানে দুর্বৃত্তদের তাণ্ডব, কেটে ফেলা হলো ১১৭টি আমগাছ ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ ভেনেজুয়েলা ছেড়ে যাওয়া ও প্রবেশকারী সব তেল ট্যাংকার অবরোধের নির্দেশ ট্রাম্পের সীমান্তে সংঘর্ষ চলছেই: থাইল্যান্ডের ১৯ জন নিহত, কম্বোডিয়ার নিহত-১৭