শিক্ষানবিশ আইনজীবীদের তালিকাভুক্তির দাবিতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি: নাটোরে ২০১৭ ও ২০২০ সালে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীরা মানববন্ধন করেছে। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ২০১৭ ও ২০২০ সালে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীদের বৈশ্বিক মহামারী করোনার কারণে পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ায় তারা অনিশ্চিয়তায় পড়ে গেছেন।

সরাসরি গেজেট প্রদান এর মাধ্যমে আইনজীবী তালিকাভুক্ত করার জন্য আবেদন জানানো হয়। মানববন্ধন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয় এবং শিক্ষানবিশ আইনজীবী এবং তাদের পরিবারকে বাঁচান। বক্তব্য রাখেন সভাপতি রাকিবুল হাসান সাজন সাধারণ সম্পাদক কাজী গোলাম সাকলায়েন সহ অন্যান্যরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.