শিক্ষক পরীক্ষায় মোবাইলে প্রশ্নের উত্তর নেওয়ার অপরাধে ৬ পরীক্ষার্থীকে কারাদণ্ড

কুড়িগ্রাম প্রতিনিধিকুড়িগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে পরীক্ষা হলে মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্ন বাইরে পাঠানো এবং উত্তর আনার অপরাধ প্রমাণিত হওয়ায় ৬ পরীক্ষার্থীকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
বিকেল পৃথক আদালতে কারাদণ্ডাদেশ দেয়ার পর কারাদণ্ডপ্রাপ্ত পরীক্ষার্থী নওরিন আক্তার, আতিকা তাসমীন, শাহিনা খাতুন, মকবুল হোসেন, আনিছুর রহমান ও গোলাম মোস্তফাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত সিংহ বিটিসি নিউজকে জানান, বিভিন্ন কেন্দ্র থেকে প্রায় একই ধরণের অপরাধে আটক ৬ জন পরীক্ষার্থীকে পৃথক ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বিটিসি নিউজকে  জানান, আজ শুক্রবার (২১ জুন) জেলার ৯ উপজেলার মধ্যে সদর, উলিপুর, চিলমারী, রাজিবপুর ও ফুলবাড়ী-এই ৫ উপজেলার সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ৩৩ টি কেন্দ্রে ২২ হাজার ৪৭০ জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.