শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোটা অর্থের বিনিময়ে আগাম ভুয়া প্রশ্নপত্র বিতরণের অভিযোগ ॥ ২টি প্রতারক চক্রের ৪ জন প্রতারক গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধিঃ  গাইবান্ধায় গতকাল ২১ জুন শুক্রবার অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র বিতরণের অভিযোগে গাইবান্ধা  সদর ও পলাশবাড়ি উপজেলার ২টি প্রতারক চক্রের ৪ জন প্রতারককে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। এব্যাপারে গাইবান্ধা সদর থানা ও পলাশবাড়ী থানায় দুটি পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে জেলা পুলিশের পক্ষ হতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
আজ ২২ জুন শনিবার পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত এ তথ্য জানানো হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক (বি সার্কেল), আউয়াল হোসেন (এ সার্কেল), ডিআইও-১ আব্দুল লতিফ মিয়া, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, ডিবির অফিসার ইনচার্জ  (ওসি) মজিবুর রহমান (পিপিএম)এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
পুলিশের লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় চাকরি প্রত্যাশীদের অর্থের বিনিময়ে ভূয়া প্রশ্নপত্র বিলি করার একটি পরিকল্পিত ফাঁদ পাতে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার নির্দেশে পরীক্ষা চলাকালে জেলা ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সদর থানার ধানঘড়া এলাকার আমার বাংলা বিদ্যাপীঠ বিদ্যালয়ের পেছনে রফিকুল ইসলাম প্রিন্সকে তার ভাড়া বাসায়, তার সহযোগী প্রতারক ফজলুল হক ও ফারুক হোসেনকে আটক করা হয়।
তারা পরীক্ষার্থীদের লোকজনদেরকে ২০ হাজার টাকার বিনিময়ে একটি করে ভূয়া ফটোকপি প্রশ্নপত্র বিলি করছিল বলে সাক্ষ্য প্রমাণে জানা যায়। আটক ওই তিন প্রতারকের কাছ থেকে ১৮টি প্রশ্নপত্রের ফটোকপি ও পরীক্ষার্থীদের প্রবেশপত্র কার্ড পাওয়া যায়। এ সময় তাদের মোবাইলও জব্দ করা হয়।
একইভাবে অপর অভিযানে পলাশবাড়ী উপজেলার নুনিয়াগাড়ী প্রফেসরপাড়ার ভাড়া করা বাসায় তাজুল ইসলাম ও তার স্ত্রী আঞ্জুমান আরা পরীক্ষার্থীদের মধ্যে অর্থের বিনিময়ে ভূয়া প্রশ্নপত্র বিলি করছিল।
এসময় আঞ্জুমান আরাকে আটক করা হলেও মূলহোতা তার স্বামী তাজুল ইসলাম কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ হতে তদন্ত কাজ চলছে এঘটনায় জড়িত অন্যান্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.