শায়খ আমিন সিরাজের খাটিয়া বহন করলেন এরদোগান

(শায়খ আমিন সিরাজের খাটিয়া বহন করলেন এরদোগান–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নিজ কাঁধে খাটিয়া বহন করে বিশিষ্ট আলেম ও হাদিস বিশেষজ্ঞ শায়খ মুহাম্মাদ আমিন সিরাজের দাফনকার্যে অংশ নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
গতকাল রবিবার (২১ ফেব্রুয়ারী) ইস্তাম্বুলের আল ফাতিহ মসজিদে বিখ্যাত এ তুর্কি আলেমের জানাজায় অংশ নিয়ে তার খাটিয়াও বহন করেন তিনি।
বিংশ শতাব্দীর ধর্মহীন আধুনিক তুরস্কের পুনর্গঠনে ব্যাপক অবদান রেখেছিলেন নিভৃতচারী  আলেম শায়খ আমিন সিরাজ। গত শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) ৯০ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে শায়খ সিরাজের সঙ্গে দীর্ঘ দিনের পরিচিতির কথা জানান প্রেসিডেন্ট এরদোগান।
এছাড়াও তার কাছে বিভিন্ন সময় যাতায়াত করতেন এবং তার নির্দেশনা শুনতেন বলে জানান তিনি।
আধুনিক তুরস্কের ধর্মহীনতার বেড়াজালে যে নিভৃতচারী আলেমরা ইসলাম প্রসারে ব্যাপক ভূমিকা পালন করেন, তাদের অন্যতম ছিলেন শায়খ আমিন সিরাজ।
লেখালেখি, সম্পাদনা, অনুবাদ, পাঠদান, দাওয়াতসহ মুসলিম সমাজ পুনর্গঠনে সর্বত্র নিজেকে সম্পৃক্ত রাখেন তুরস্কের এ মহান মনীষী।
গত শুক্রবার এক টুইট বার্তায় এরদোগান লেখেন, ‌প্রখ্যাত আলেম শায়খ আমিন সিরাজ পুরো জীবন মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে কাজ করেছেন। আল্লাহর কাছে কামনা, তিনি যেন রহমতের ছায়ায় তাকে আবৃত করে নেন। (সূত্র: আনাদোলু এজেন্সি) #

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.