শাহ আমানত বিমান বন্দরে ১২টি স্বর্ণের বারসহ যাত্রী আটক

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
শুক্রবার (২২ জুলাই) সকালে তাকে আটক করা হয়েছে।
আটক যাত্রীর নাম মোহাম্মদ মিজান। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের উপ-কমিশনার একেএম সুলতান মাহমুদ বিটিসি নিউজকে বলেন, যাত্রী মিজান সকাল সাড়ে ৭টায় সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন। তার হাতব্যাগের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় পাওয়া ১২টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। জব্দ করা এসব স্বর্ণের দাম প্রায় ৯০ লাখ টাকা। তাকে থানায় হস্তান্তর ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম প্রতিনিধি মো. মোতাহার আলী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.