শাহিন আফ্রিদির উপস্থিতি দেখেই ভয় পেয়ে যান সেরা ব্যাটাররা!

বিটিসি স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির ভূয়সী প্রশংসা করেছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার ও পাকিস্তানের বর্তমান বোলিং কোচ শন টেইট। তার মতে, বিশ্বের সেরা ব্যাটাররাও শাহিন আফ্রিদির মোকাবিলা করতে ভয় পায়।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক পডকাস্টে টেইট জানিয়েছেন, ব্যাটারদের মনে কাঁপন ধরাতে শাহিনের গতিরও প্রয়োজন নেই। শুধুমাত্র শাহিনের উপস্থিতিতেই ভড়কে যান ব্যাটাররা।
টেইট বলেছেন, ‘কখনও কখনও তো শাহিনের পেসও প্রয়োজন পড়ে না। তার উপস্থিতি, বোলিং মার্কে লম্বা হয়ে দাঁড়ানো… বিশ্বের অন্যতম সেরা ব্যাটাররাও ভাবে তারা এই বোলারকে খেলতে চায় না।’
বোলিংয়ের সময় শাহিনকে ঘিরে তৈরি আবহের কথা উল্লেখ করে টেইট বলেন, ‘শাহিন বোলিং করার সময় পেছনের দর্শকরা যেভাবে একটা মহল তৈরি করে… যেনো একটা থিয়েটার। বেশিরভাগ ডানহাতি ব্যাটার জানে শাহিনের ইনসুইংগার আসছে। কিন্তু তাদের কাছে এর জবাব নেই।’
গত ফেব্রুয়ারিতে পাকিস্তান দলের বোলিং কোচের দায়িত্ব নিয়েছেন টেইট। নিজের এ কয়েকদিনের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, ‘আমি এ দায়িত্বে এখনও নতুন। তাই আগামী ৮-৯ মাস খুবই রোমাঞ্চকর হতে চলেছে। দেখা যাক পেসাররা কেমন উন্নতি করে।’
নিজের কোচিংয়ের ধরন সম্পর্কে তিনি বলেন, ‘এসব খেলোয়াড়দের একটা সহজাত নৈপুণ্য রয়েছে। আমার কাজ তাদের গাইড করা, বিষয়গুলো সহজ রাখা এবং তাদের সহজাত স্কিলগুলোকে আরও ধারালো করা। পাশাপাশি আত্মবিশ্বাসের জায়গা সমুন্নত রাখা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.