শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (রহ.) স্মরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো: সোমবার বাদে মাগরিব হতে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির আয়োজনে নগরীর দেওয়ানহাটস্থ চট্টগ্রাম জেলা কার্যালয়ে দরস-এ-বেলায়েত মোতলাকা মাহফিল ও সাজ্জাদানশীনে দরবারে গাউসুলআজম, মুর্শিদে বরহক, আলহাজ্ব শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (রহ.) স্মরনে দোয়া মাহফিল যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন আওলাদে গাউছুলআজম মাইজভাণ্ডারী ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি শাহাজাদা ডাঃ সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারী (মঃ)।
উক্ত মাহফিলে আরো উপস্থিত ছিলেন, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ জাকারিয়া,সহকারী সচিব ড. মেজবাউল আলম মামুন, দপ্তর ও পাঠাগার সম্পাদক এনামুল হক চৌধুরী সেলিম, নির্বাহী সদস্য রফিক সওদাগর, নির্বাহী সদস্য মোহাম্মদ ইলিয়াস সহ চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির খাদেমানবৃন্দ ও চট্টগ্রাম মহানগর, সীতাকুণ্ড-মিরশ্বরাই উপজেলা, বোয়ালখালী উপজেলা সহ সকল দায়রা ও শাখা থেকে আগত খাদেমানদবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.