শাহজালালে বিমানের সিটের নিচে পাওয়া গেলো ৯ কেজি সোনা

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তরের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হ্যাঙ্গারে থাকা বোয়িং ৭৭৭-৩০০ ই্আর উড়োজাহাজ ‘আকাশপ্রদীপ’ থেকে আট কেজি ৮১৬ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার (১৩ নভেম্বর) বিকেলে এসব সোনা উদ্ধার করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও ঢাকা কাস্টমস হাউস।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন বিটিসি নিউজকে বলেন, ‘জব্দ করা সোনার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। ফ্লাইটটি আবুধাবি থেকে ঢাকায় আসে (বিজি ০২২৮)। সিটের নিচের পাইপের ভেতর থেকে ৭৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

 

 

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.